এখন যৌবন যার… কবি হেলাল হাফিজের সাক্ষাৎকার

By স্টার অনলাইন রিপোর্ট
15 September 2021, 10:36 AM
UPDATED 15 September 2021, 16:39 PM

সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজ। তার মাত্র দুটি কবিতার বই যে জলে আগুন জ্বলেবেদনাকে বলেছি কেঁদো নাযে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত আলোড়ন সৃষ্টিকারী কাব্যগ্রন্থ। ৩৩টির বেশি মুদ্রণ হয়েছে। বেদনাকে বলেছি কেঁদো না প্রকাশিত হয়েছে ২০১৯ সালে।

হোটেলের বাসিন্দা কবি হেলাল হাফিজ। একাকী জীবন।

কবি হেলাজ হাফিজ সাক্ষাৎকার দিতে বা নিজের সম্পর্কে বলতে মোটেই আগ্রহী নন। তবুও কবিতা ও জীবনবোধ নিয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে। দুই পর্বের সাক্ষাৎকারের প্রথম পর্ব পড়ুন আগামীকাল