আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আজ

By স্টার অনলাইন রিপোর্ট
2 October 2021, 04:09 AM

সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে চতুর্থ বারের মতো আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে আজ শনিবার।

দ্য ডেইলি স্টার সেন্টারে এই উপলক্ষে গত ৪ বছরের ৪২ জন বিজয়ীসহ গবেষণায় আগ্রহী ৭০ জনকে নিয়ে সকাল থেকে গবেষণা সম্পাদনা ও সৃজনশীল চর্চা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। পুরস্কার বিতরণী হবে বিকাল ৪টায়।

এই আয়োজনের উদ্বোধন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। প্রশিক্ষক হিসেবে থাকছেন 'সম্পাদনা'র প্রধান সম্পাদক রাখাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুমন সাজ্জাদ।

বিকালে পুরষ্কার ও সার্টিফিকেট তুলে দিবেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক ফকরুল আলম। সমাপনী বক্তব্য রাখবেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

গত ৩ অক্টোবর প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে একটি ভার্চ্যুয়াল আয়োজনে।

'আবুল মনসুর আহমদ ও তার সাংস্কৃতিক চিন্তা' বিভাগে প্রথম পুরস্কার জিতেছেন ঈশিতা ফারজানা, দ্বিতীয় আসমাউল হুসাইন এবং যৌথভাবে তৃতীয় তাসনীম তিশা ও মোস্তাফিজুর রহমান সাফি।

'আবুল মনসুর আহমদ ও তার জাতীয়তাবোধ' বিভাগে প্রথম পুরস্কার জিতেছেন আজিজ সারতাজ জায়েদ, দ্বিতীয় মুহম্মদ নুরুদ্দীন শহীদ এবং তৃতীয় সুলাইমান মাহমুদ।

'আজকের গণমাধ্যম ও আবুল মনসুর আহমদের সাংবাদিকতা' বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন মোহাম্মদ মুহিবুল্লাহ, দ্বিতীয় আলিফ নূর শর্মী এবং তৃতীয় কামরুল হাসান মাসুক।

প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে আবুল মনসুর আহমদের এক সেট বই। বিজয়ী প্রত্যেককে সনদ ও ক্রেস্ট দেওয়া হবে।