২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি বিশ্ব নেতাদের
কপ২৬ জলবায়ু শীর্ষ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বন উজাড়ের সমাপ্তি ও প্রতিহত করতে প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের ১০০টিরও দেশের নেতারা।
আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বন উজাড় বন্ধের বিষয়টি চলতি সম্মেলনে প্রথম গুরুত্বপূর্ণ অঙ্গীকার।
আমাজনের প্রসারিত অংশ কেটে ফেলা ব্রাজিলও আজ মঙ্গলবার এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এই প্রতিশ্রুতিতে প্রায় ১৯ দশমিক ২ বিলিয়ন ডলার সরকারি ও বেসরকারি তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞরা এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি সতর্ক করে বলেছেন যে, বন উজাড় নিয়ন্ত্রণ করতে ২০১৪ সালের চুক্তিটি ব্যর্থ হয়েছিল।
তারা এ বিষয়ে জোরালো প্রতিজ্ঞার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন। কেননা, গাছ কাটার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বহু গুণ বেড়ে গেছে।
বন উজাড় জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা রাখে। কারণ অধিক পরিমাণে কার্বনডাই অক্সাইড শোষণ করা বনগুলোকে এটি ধ্বংস করে।
গ্লাসগোতে বিশ্বব্যাপী এই সভার আয়োজনকারী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, 'আগের চেয়ে বেশি মোট ১১০ জন এই প্রতিশ্রুতি দিয়েছেন।'
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্লাসগোতে দুই সপ্তাহের শীর্ষ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।