সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আবদুলরাজাক গুরনাহ

By স্টার অনলাইন ডেস্ক
7 October 2021, 11:40 AM
UPDATED 7 October 2021, 18:09 PM

২০২১ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন তানজানিয়ার কথাসাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ। আজ বৃহস্পতিবার বিকেলে সুইডিশ একডেমি নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

আবদুলরাজাক গুরনাহ ১৯৪৮ সালে তানজানিয়ায় জন্মগ্রহণ করেন। ভারত মহাসাগরের জানজিবার দ্বীপে তার বেড়ে ওঠা। তিনি ১৯৬০-এর দশকের শেষ দিকে শরণার্থী হয়ে ইংল্যান্ডে যান।

আবদুলরাজাক গুরনাহ ইংল্যান্ডে সাহিত্য চর্চা করছেন। সুইডিশ একাডেমি বলছে, ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার আপসহীন ও সহানুভূতিশীল লেখনির জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি বিশেষ করে শরণার্থীদের জীবন ও সেখানে তাদের সাংস্কৃতিক সংকট নিয়ে লিখেছেন।