১২ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার অনুমোদন চাইবে ফাইজার

By স্টার অনলাইন ডেস্ক
27 September 2021, 07:21 AM

ফাইজার-বায়োএনটেক খুব শিগগির ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা দেওয়ার অনুমোদন চাওয়ার পরিকল্পনা করছে।

এবিসি নিউজের বরাত দিয়ে আজ সোমবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফাইজার কবে এই টিকার ব্যাপারে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে আবেদনপত্র জমা দেবে, সেই বিষয়ে গত রোববার ফাইজারের চেয়ারম্যান ও সিইও আলবার্ট বউরলার কাছে জানতে চায় এবিসি নিউজ।

উত্তরে বউরলা বলেন, 'এটি কয়েক সপ্তাহের নয়, কয়েক দিনের ব্যাপার।'