১০ লাখ মানুষ এ বছর হজ করতে পারবেন: সৌদি আরব

By স্টার অনলাইন ডেস্ক
9 April 2022, 05:41 AM

বিশ্বের ১০ লাখ মানুষ এ বছর হজ পালন করতে পারবে বলে জানিয়েছে সৌদি আরব।

শনিবার এক বিবৃতিতে জানানো হয়, এ বছর করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় সৌদি আরব ও দেশটির বাইরের মোট ১০ লাখ মানুষ এবার হজের অনুমতি পাবেন। করোনার কারণে গত দুই বছর স্বল্প সংখ্যক হজযাত্রী হজের সুযোগ পেয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়, হজপালনকারীদের বয়স হতে হবে ৬৫ বছরের নিচে এবং তাদের অবশ্যই পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকতে বলে বলে জানিয়েছে হজ মন্ত্রণালয়।

এছাড়াও সৌদি আরবের বাইরে থেকে যারা হজ পালনে যাবেন তাদের ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে বলে জানানো হয়েছে।

ইসলামের ৫ স্তম্ভের মধ্যে একটি হজ। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশের মধ্যে অন্যতম। ২০১৯ সালে ২৫ লাখ হজযাত্রী হজ পালন করেন।

তবে ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর ১ হাজার হজযাত্রীকে হজ পালনের অনুমতি দেয় সৌদি আরব।

পরের বছর টিকার পূর্ণ ডোজ নেওয়াদের মধ্য থেকে ৬০ হাজার হজযাত্রীকে লটারির মাধ্যমে বাছাই করা হয় হজের জন্য।