হুয়াওয়ের নির্বাহীর মুক্তির পর ২ কানাডিয়ানকে ছেড়ে দিল চীন

By স্টার অনলাইন ডেস্ক
25 September 2021, 04:10 AM
UPDATED 25 September 2021, 11:09 AM

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, চীনে আটক থাকা ২ কানাডিয়ান নাগরিক মুক্ত পেয়ে আজ শনিবার দেশে ফিরছেন।

চীনে আটক থাকা মাইকেল স্প্যাভার ও মাইকেল কোভরিগের বিরুদ্ধে ২০১৮ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। এর আগে যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে চীনের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা মেং ওয়ানঝো গ্রেপ্তার করে কানাডার পুলিশ।

হুয়াওয়ের নির্বাহী মেং ওয়ানঝো মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে চুক্তির পর মুক্তি পেয়ে আজ সকালে কানাডা ত্যাগ করেছেন। ওয়ানঝোকে আটকের কারণে কয়েক বছর ধরে কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সমালোচকরা চীনের বিরুদ্ধে অভিযোগ করেন, ওয়ানঝোকে গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য কানাডার ২ নাগরিককে আটক করা হয়। তবে বেইজিং তা অস্বীকার করে।