হাতে তৈরি বন্দুক দিয়ে আবেকে গুলি করা হয়: জাপান পুলিশ

By স্টার অনলাইন ডেস্ক
8 July 2022, 13:55 PM

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করার কথা স্বীকার করেছেন সন্দেহভাজন তাতসুইয়া ইয়ামাগামি। পুলিশ বলেছে, গুলি করার সময় জিজ্ঞাসাবাদে তিনি বাড়িতে তৈরি একটি বন্দুক ব্যবহারের কথা জানিয়েছেন। 

বিবিসি জানায়, আজ স্থানীয় সময় বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে হামলায় ব্যবহৃত অস্ত্রের মতো বেশ কিছু হাতে তৈরি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, আবের ওপর অসন্তুষ্ট ছিলেন ইয়ামাগামি।

স্থানীয় সময় ৫টা ১৭ মিনিটে পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে, যা এখনও চলছে।