স্ত্রীকে তাজমহলের আদলে বাড়ি উপহার

By বিলিভ ইট অর নট
5 April 2022, 12:13 PM
UPDATED 5 April 2022, 19:08 PM

বিয়ের ২৭ বছর পর স্ত্রীকে ভালোবাসার নিদর্শন হিসেবে দামি কোনো উপহার দিতে চাইলে, আপনি কী দেবেন? ভারতের মধ্যপ্রদেশে এক ব্যক্তি তো তার স্ত্রীকে তাজমহলের মতো করে একটি বাড়ি বানিয়ে উপহার দিয়েছেন। 

আনন্দ প্রকাশ চোকসে নামের ওই ব্যক্তি টানা ৩ বছর ধরে নির্মাণকাজের পর অবিকল আগ্রার তাজমহলের মতো দেখতে বাড়িটি স্ত্রী মঞ্জুষাকে উপহার দিয়েছেন। উপহারটি তিনি দিয়েছেন বিয়ের ২৭ বছর পর। 

বাড়িটি দেখে মনে হবে সত্যিকারের তাজমহলটিই যেন দাঁড়িয়ে আছে চোখের সামনে। চোকসে প্রথমে ৮০ ফুট উচ্চতা নিয়ে বাড়িটি তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু এর জন্য প্রয়োজন ছিল প্রায় ২ লাখ ৬০ হাজার ডলার পরিমাণ অর্থ এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি। তবে শেষ পর্যন্ত তিনি উচ্চতা কমিয়ে ২৯ ফুট দৈর্ঘ্যের গম্বুজ আকৃতির ছাদবিশিষ্ট ৪টি বেডরুম এবং একটি লাইব্রেরি নিয়ে বাড়িটি বানাতে সক্ষম হন।

captureg.jpg
ছবি: গেটিইমেজ

চোকসে'র পুত্র কবির বলেছেন, ছবিতে যতটা সহজ দেখায়, বাস্তবে এরকম একটি বাড়ি তৈরি করা বেশ কষ্টসাধ্য। মিনি তাজটি বানাতে গিয়ে একাধিকবার দালান-খিলান ভেঙে ফেলতে হয়েছে। তবে আমরা এটি নিয়ে একদমই অনুশোচনা করিনি। বরং দ্বিগুণ উৎসাহে পুনরায় কাজ শুরু করেছি। 
 
বাড়িটি তৈরির জন্য চোকসে পুরো ভারত থেকে সেরা স্থাপত্যবিদ এবং প্রকৌশলীদের নিয়োগ দিয়েছিলেন। তবে বাড়িটির জন্য মঞ্জুষার একটি অনুরোধ ছিল, বাড়িটিতে যেন মেডিটেশনের মতো শান্তির ছোঁয়া থাকে। যেখানে প্রবেশ করলেই 'সুখী স্ত্রী, সুখী জীবন' অনুভূত হয়। এই বাড়িটি কেবল তাদের বাসস্থান নয়। সেখানকার মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং দর্শনীয় স্থানে রূপান্তরিত হয়েছে।  


রিপলি'স বিলিভ ইট অর নট থেকে অনুবাদ করেছেন আসরিফা সুলতানা রিয়া