সারমাত ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া

By স্টার অনলাইন ডেস্ক
23 April 2022, 15:03 PM
UPDATED 23 April 2022, 21:27 PM

পরমাণু বোমা বহনকারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত আগামী শরতের মধ্যে মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালাতে সক্ষম দাবি করেছে মস্কো।

রোসকসমস স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোগজিনের বরাত দিয়ে আজ শনিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোগজিন রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো মস্কো থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার পূর্বে সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্ক অঞ্চলে মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, এই 'সুপার-অস্ত্র' মোতায়েন করা একটি ঐতিহাসিক ঘটনা হবে। এটি আগামী ৩০-৪০ বছর রাশিয়ার জনগণকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে।  

তবে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা বলছেন, শরতের মধ্যেই ক্ষেপণাস্ত্রটি মোতায়েনের এ পরিকল্পনা উচ্চাভিলাষী। কারণ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মস্কো গত ২০ এপ্রিল এ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালিয়েছে কেবল। ক্ষেপণাস্ত্র মোতায়েন করার আগে আরও পরীক্ষার প্রয়োজন হবে।

সারমাত ১০ বা ততোধিক পারমাণবিক ওয়ারহেড ও ডেকো বহন করতে সক্ষম। যুক্তরাষ্ট্র বা ইউরোপে হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, সারমাত বিশ্বসেরা ক্ষেপণাস্ত্র। রাশিয়াকে হুমকি দেওয়া শত্রুদের এখন হুমকি দেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হবে।

রাশিয়া দীর্ঘদিন ধরে সারমাত ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে। তাই এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ও মোতায়েনের ঘোষণা পশ্চিমা দেশগুলোকে বিস্মিত করেনি।

ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রায় ২ মাসের মাথায় রাশিয়া এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো এবং এটি মোতায়েনের ঘোষণা দিল। পশ্চিমের বিশ্লেষকরা একে 'পেশীশক্তির প্রদর্শন' হিসেবে আখ্যা দিয়েছেন।