রাশিয়ার স্যাটেলাইট-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা, যুক্তরাষ্ট্রের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে 'বিপজ্জনক ও বেপরোয়া' উল্লেখ করে এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীদের বিপদের মুখে ফেলেছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবিসি জানায়, ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে রাশিয়া নিজেদের স্যাটেলাইটগুলোর একটিকে গুঁড়িয়ে দিয়েছে। এর ফলে মহাকাশে যে ধ্বংসাবশেষ তৈরি হয়েছে, সে কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীদের ক্যাপসুলে আশ্রয় নিতে বাধ্য হতে হয়।
বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৭ জন নভোচারী আছেন। তাদের ৪ জন আমেরিকান, ১ জন জার্মান এবং ২ জন রাশিয়ান।
মহাকাশ স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪২০ কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক ব্রিফিংয়ে বলেছেন, 'রাশিয়া বেপরোয়াভাবে স্যাটেলাইট-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে নিজেদের একটি স্যাটেলাইট ধ্বংস করেছে।'
'এর ফলে মহাকাশে এখন পর্যন্ত ১ হাজার ৫০০টির বেশি গতিবিধি শনাক্তযোগ্য এবং কয়েক হাজার ছোট ধ্বংসাবশেষ তৈরি হয়েছে। এই ধ্বংসাবশেষ সব জাতির স্বার্থের জন্যই হুমকিস্বরূপ', যোগ করেন তিনি।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রশাসক বিল নেলসন বলেছেন, এ ঘটনায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ।
তবে রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস এ অভিযোগ নাকচ করে দিয়েছে।