রাশিয়ার বিরুদ্ধে মামলার প্রস্ততি নিচ্ছে অস্ট্রেলিয়া

By আকিদুল ইসলাম
14 March 2022, 11:54 AM

২০১৪ সালে ইউক্রেনে মালয়েশিয়ান উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৪ অস্ট্রেলিয়ান নিহত হওয়ার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া।

আজ সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মারিস পেইন ও অ্যাটর্নি জেনারেল মাইকেলিয়া ক্যাশ মামলার প্রস্ততির ঘোষণা দিয়েছেন।

রাশিয়ান ফেডারেশনকে ফ্লাইটটি বিধ্বস্ত করার জন্য আন্তর্জাতিক আইনের অধীনে অভিযুক্ত করে মামলা করা হবে।

২০১৪ সালে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ওই উড়োজাহাজটি মিসাইল দিয়ে ভূপাতিত করা হয়। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ছিল রাশিয়ান।

এটি রাশিয়ান ফেডারেশনের ৫৩তম অ্যান্টি এয়ারক্রাফ্ট মিলিটারি ব্রিগেডের অন্তর্গত ছিল এবং এর সঙ্গে একজন প্রশিক্ষিত রাশিয়ান সামরিক ক্রু ছিলেন। ওই ঘটনায় ৩৪ রাশিয়ানসহ উড়োজাহাজটির ২৯৮ যাত্রী নিহত হন।

২০১৪ সালে মিসাইল দিয়ে বিমানটি ভূপাতিত করার পর অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী টনি অ্যাবট টুইটারে বলেছিলেন, 'এটি স্পষ্ট যে যাত্রীরা রাশিয়ার হাতে নিহত হয়েছেন।'

বিষয়টি নিয়ে ২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার সঙ্গে রাশিয়া ও নেদারল্যান্ডসের আলোচনা শুরু হয়। কিন্তু রাশিয়া এ ঘটনার দায় অস্বীকার করে।

অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার বলেছে, 'রাশিয়া একতরফাভাবে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা থেকে সরে যায় এবং আলোচনার টেবিলে ফিরে যেতে অস্বীকার করে।'

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আজ সংবাদমাধ্যমকে বলেন, 'রাশিয়ার কাজের ফলে যাদের প্রিয়জন মারা গেছেন, আমরা তাদের শোক দূর করতে পারব না। কিন্তু অস্ট্রেলিয়ান সরকার রাশিয়ার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সব পদ্ধতি অনুসরণ করবে, যাতে এমন ভয়ংকর কাজ আর না হয়।'

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক