রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে বিশ্বে খাদ্য সংকট: মোদিকে পুতিন

By স্টার অনলাইন ডেস্ক
2 July 2022, 06:28 AM
UPDATED 2 July 2022, 12:35 PM

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে বিশ্বে খাদ্য সংকট চলছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

ক্রেমলিন প্রেস সার্ভিসের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম তাস জানায়, গতকাল প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রী মোদিকে বলেন যে রাশিয়ার ওপর কয়েকটি দেশের নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক খাদ্য সংকট সৃষ্টি হয়েছে।

ক্রেমলিন প্রেস সার্ভিস'র বার্তায় বলা হয়, পুতিন কয়েকটি দেশের পদ্ধতিগত ভুলের বিষয়ে মোদির দৃষ্টি আকর্ষণ করেন। সেসব ভুলের কারণে খাদ্যপণ্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে পণ্যের দাম বেড়ে যাচ্ছে।

রাশিয়ার ওপর 'আইনবিরুদ্ধ' অবরোধ পুরো পরিস্থিতিকে ইতোমধ্যে জটিল করে তুলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন মতে, সেসময় রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, রাশিয়া এখনো খাদ্যপণ্য, সার ও জ্বালানি উৎপাদন ও সরবরাহে নির্ভরযোগ্য দেশ।