রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠক বাতিল

By স্টার অনলাইন ডেস্ক
23 February 2022, 05:19 AM

ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আগামী বৃহস্পতিবার এই বৈঠক হওয়ার কথা ছিল।

ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে না এই শর্তে তিনি ল্যাভরভের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছিলেন।

ওয়াশিংটনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, 'এখন যেহেতু আমরা দেখছি আগ্রাসন শুরু হচ্ছে এবং রাশিয়া কূটনীতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে, এই মুহূর্তে সেই বৈঠকে এগিয়ে যাওয়ার কোনো মানে হয় না।'

ব্লিঙ্কেন জানান, তিনি এখনো কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। 'যদি মস্কোর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়' এবং 'যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি এড়াতে এবং রাজধানীসহ সমস্ত ইউক্রেনের ওপর সর্বাত্মক আক্রমণ এড়াতে যা প্রয়োজন তিনি করবেন।'

'আমরা রাশিয়াকে কূটনীতির ভান করার অনুমতি দেব না। কূটনীতির কথা বলে একই সময়ে রাশিয়া সংঘাত ও যুদ্ধের পথে তাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে করতে পারে না, তিনি যোগ করেন।