যুদ্ধ এড়াতে চেষ্টা করেছি, জবাব দিতে প্রস্তুত: ম্যাঁখো

By স্টার অনলাইন ডেস্ক
24 February 2022, 14:33 PM
UPDATED 24 February 2022, 20:57 PM

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো বলেছেন, রাশিয়ার এই হামলার জবাবে কোনো দুর্বলতা দেখানো হবে না।

আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, 'আমরা এই যুদ্ধ এড়ানোর জন্য সব চেষ্টা করেছি কিন্তু সংঘাত শুরু হয়েছে এবং এর জবাব দিতে আমরা প্রস্তুত।'

ফরাসি প্রেসিডেন্ট বলেন, 'রাশিয়ার সামরিক অভিযানের জবাবে প্রয়োজনীয় নিষেধাজ্ঞা জারি হবে। যুদ্ধের এই আচরণের জবাবে আমরা কোনো দুর্বলতা দেখাব না। আমরা শান্ত, সংকল্পবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে এর জবাব দেব।'

তিনি আরও বলেন, 'আমরা আমাদের ইউরোপীয় মিত্রদের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেব।'

রাশিয়ার আক্রমণ 'ইউরোপীয় ইতিহাসের জন্য একটি টার্নিং পয়েন্ট' বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট ম্যাঁখো বলেন, 'এতে আমাদের মহাদেশে প্রভাব পড়বে এবং ইউরোপীয়দের জীবনে পরিবর্তন আসবে।'