'যুক্তরাষ্ট্র-ভারত-অস্ট্রেলিয়া-জাপান' কোয়াডের শীর্ষ সম্মেলন আজ

By স্টার অনলাইন ডেস্ক
3 March 2022, 12:19 PM
UPDATED 3 March 2022, 18:58 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ বৃহস্পতিবার কোয়াড গ্রুপের সদস্য জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের নেতাদের সঙ্গে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

গত সপ্তাহে মস্কো ইউক্রেনে অভিযান শুরু করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। এর একদিন পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিবৃতি আসে।

তবে বিবৃতিতে ইউক্রেন সংকটের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, 'বাইডেন, মোদি, ফুমিও কিশিদা ও স্কট মরিসন ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ উন্নয়ন বিষয়ে মতবিনিময় করবেন।'

এএফপি বলছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিষয়ে আরও সমালোচনামূলক পথ অবলম্বন করতে মোদিকে চাপ দেওয়ার জন্য এই বৈঠকটি অন্যান্য নেতাদের জন্য একটি সুযোগ হতে পারে।

ভারত রাশিয়া ও ইউক্রেনকে শত্রুতা বন্ধ করার আহ্বান জানালেও রুশ আক্রমণের নিন্দা জানানো থেকে বিরত আছে।