মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা কূটনীতিকের সাক্ষাৎ

By স্টার অনলাইন ডেস্ক
26 March 2022, 11:36 AM

ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা না করায় পশ্চিমাদের সমালোচনা ও চাপের মুখে পড়েছে চীন। এমন সময়ে চীনের একজন জ্যেষ্ঠ কূটনীতিক আজ শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে মস্কো সফর করেন। খবর সিএনএনের।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কোরিয়া বিষয়ে চীনের প্রতিনিধি লিউ শাওমিং টুইট করেন, কোরীয় উপদ্বীপ পরিস্থিতি এবং পারস্পরিক উদ্বেগের আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

লিউ আরও বলেন, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ইগর মর্গুলোভের সঙ্গে তার মুখোমুখি আলোচনা হয়েছে।

উত্তর কোরিয়া নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালানোর পর চীনা রাষ্ট্রদূত মস্কো সফর করলেন।