ভারী বৃষ্টি-বন্যায় ভারত ও শ্রীলঙ্কায় অন্তত ৪১ জনের মৃত্যু

By স্টার অনলাইন ডেস্ক
11 November 2021, 14:58 PM
UPDATED 11 November 2021, 21:02 PM

দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি-বন্যায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। দেশ দুটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটি দুটির আবহাওয়াবিদরা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত কমবে।

ভারতীয় আবহাওয়া বিভাগ বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সেখানকার রাস্তা এবং নিচু এলাকায় বন্যা দেখা দিয়েছে।

ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে বলে আশা করা হচ্ছে। কারণ বৈরি আবহাওয়ার কারণে সৃষ্ট নিম্নচাপ দূরে সরে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ২৫ জন নিহত হয়েছেন এবং ভূমিধসে ৫ জন আহত হয়েছেন।

এদিকে তামিলনাড়ুর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন এক সংবাদ সম্মেলনে বলেন, তামিলনাড়ুতে ১৬ জন নিহত হয়েছেন।

তামিলনাড়ুর কর্মকর্তারা জানিয়েছেন, নিচু এলাকার হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে তামিলনাড়ুর অনেক স্কুল-কলেজ বন্ধ ছিল। কিছু ট্রেন পরিষেবা এখনো স্থগিত আছে। ভারতের উত্তর-পূর্ব মৌসুমি বায়ু সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলে। এ কারণে দক্ষিণে ভারী বৃষ্টি হয়ে থাকে।