বিশ্বে মৃত্যু ৫৬ লাখ ৫৬ হাজার, শনাক্ত ৩৭ কোটি ২১ লাখ

By স্টার অনলাইন ডেস্ক
30 January 2022, 02:05 AM
UPDATED 30 January 2022, 08:07 AM

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৬ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত ৩৭ কোটি ২১ লাখ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৮ হাজার ২৪৩ জন এবং শনাক্ত হয়েছেন ২৬ লাখ ৪২ হাজার ৬৫৮ জন।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ১০ হাজার ১৭৩ জন এবং শনাক্ত হয়েছিল ৩৭ লাখ ৯০ হাজার ৫৬৬ জন।

আজ রোববার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ৩৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৭৪৬ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫৬ লাখ ৫৬ হাজার ৯২৫ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৭ কোটি ৪২ লাখ ১৩ হাজার ৭৩৬ জন এবং মারা গেছেন ৮ লাখ ৮৩ হাজার ৮৬৪ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৮ লাখ ৫৮ হাজার ২৪১ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৯৩ হাজার ১৯৮ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ৮৭০ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৯৯৪ কোটি ১৫ লাখ ৩২ হাজার ৭৩০ ডোজ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ হাজার ৩২৯ এবং মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন।