বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়ার মহড়া: জাপানি গণমাধ্যম

By স্টার অনলাইন ডেস্ক
26 March 2022, 07:32 AM

ইউক্রেন সংকটের মধ্যে টোকিওর দাবিকৃত দ্বীপগুলোতে রাশিয়া সামরিক মহড়া চালাচ্ছে বলে আজ শনিবার জানিয়েছে জাপানের গণমাধ্যম।

রয়টার্স জানায়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ায় টোকিওর সঙ্গে শান্তি আলোচনা স্থগিতের কয়েকদিন পর জাপানের গণমাধ্যম এ ধরনের দাবি করল।  

রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা শুক্রবার জানায়, ৩ হাজারের বেশি সেনা ও কয়েকশ সামরিক সরঞ্জাম নিয়ে কুরিল দ্বীপপুঞ্জে মহড়া চালানোর দাবি করেছে রাশিয়ার ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট।

কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার পূর্ব উপকূলের কাছে অবস্থিত ৫৬টি ছোট-বড় আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত। এটি ওখটস্ক সাগরকে প্রশান্ত মহাসাগর থেকে পৃথক করেছে। দ্বীপগুলো জাপানের উত্তর-পূর্বের হোক্কাইডো দ্বীপ থেকে শুরু হয়ে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ পর্যন্ত প্রসারিত।

তবে কুরিল দ্বীপপুঞ্জের কোথায় মহড়া চালানো হচ্ছে তা জানায়নি ইন্টারফ্যাক্স।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইয়াল্টা সম্মেলনের এক চুক্তি অনুসারে সোভিয়েত ইউনিইয়নকে দ্বীপগুলি ফেরত দেওয়া হয়। যুদ্ধের পর জাপান সর্ব দক্ষিণের দ্বীপগুলির ওপর নিয়ন্ত্রণ রেখে দেয়। এগুলোর অধিকার সংক্রান্ত বিবাদের কারণে দেশ দুটি কোনো শান্তি চুক্তিতে উপনীত হতে পারেনি। ১৯৯০-এর দশকে জাপান রাশিয়াকে দ্বীপগুলো ফেরত দিতে কূটনৈতিক চাপ দেয়। ফলে এটি জাপান ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্বের বিষয়ে পরিণত হয়।

তবে এ মহড়ার বিষয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।