নিষেধাজ্ঞার মধ্যে আংশিকভাবে খুলল মস্কো স্টক এক্সচেঞ্জ

By স্টার অনলাইন ডেস্ক
21 March 2022, 11:37 AM

২৫ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো মস্কো স্টক এক্সচেঞ্জ আংশিকভাবে চালু হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসি বলছে, আগ্রাসন শুরুর পর শেয়ারের দাম ৩৩ শতাংশ কমায় রাশিয়ার স্টক এক্সচেঞ্জে বন্ড ও শেয়ারের লেনদেন স্থগিত করা হয়।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো ইতোমধ্যে রাশিয়ার বৃহত্তর অর্থনীতিতে প্রভাব ফেলছে। ফলে, কিছু কিছু সুপারমার্কেট লবণ এবং রান্নার তেলের মতো নিত্যপণ্যের বিক্রয় বন্ধ রেখেছে।

বিবিসি বলছে, শুধুমাত্র রাশিয়ান সরকারের জারি করা কিছু ঋণ বন্ডের জন্য স্থানীয় সময় দুপুর ১টায় মস্কো স্টক এক্সচেঞ্জ আংশিকভাবে পুনরায় চালু হয়।

আজ সকালে রাশিয়ান রুবলের মূল্য ছিল ১০৫ মার্কিন ডলার। আগ্রাসন শুরুর পর থেকে রুবলের মান প্রায় এক চতুর্থাংশ হ্রাস পেয়েছে।

গাম ইনভেস্টমেন্টসের ম্যানেজার শ্বেতা রামচন্দ্রন বিবিসিকে বলেছেন, স্থানীয় রাশিয়ানদের ওপর বন্ড বিক্রির প্রভাব পড়বে। করণ, কয়েক সপ্তাহ ধরে কার্যত কোনো বিদেশি বিনিয়োগ হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংক অস্থিতিশীল বাজার এবং অর্থনীতিকে নিয়ন্ত্রণে স্থানীয় ফেডারেল বন্ড কিনতে বেশ জোরালো উদ্যোগ নেবে বলে মনে করা হচ্ছে।