দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের জন্য সবচেয়ে অন্ধকারময় সময়: ইইউ কর্মকর্তা
ইউক্রেনে রাশিয়ার হামলাকে 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের জন্য সবচেয়ে অন্ধকারময় সময়' বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল।
আজ সকালে রুশ বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেন আক্রমণ করেছে।
বোরেল বলেন, 'ইউক্রেনে রাশিয়ার হামলা ইউরোপের জন্য ৮০ বছরের মধ্য অন্ধকারময় সময়। রাশিয়ার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইউরোপিয়ান ইউনিয়ন যা আগে কখনো বাস্তবায়ন করা হয়নি।'
কিয়েভে দ্রুত সাহায্য ও উদ্ধার প্রক্রিয়ায় সহযোগিতারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
'ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, রাশিয়ার বিরুদ্ধে অনেক বড় পরিসরে ও কৌশলগতভাবে নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হবে।'
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আজ সকালে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া।
নিরুপায় হয়ে ইউক্রেনে সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
রাজধানী কিয়েভসহ দেশটির একাধিক স্থানে বিস্ফোরণ হয়েছে। পাল্টা আঘাত হানার দাবি করেছে ইউক্রেনও।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সিই রেজনিকভ 'অস্ত্র ধারণ করতে সক্ষম এবং প্রস্তুত আছেন' এমন নাগরিকদের ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইটে বলেন, 'রাশিয়া বিশ্বাসঘাতকতা করে আমাদের রাষ্ট্রে সকালে আক্রমণ করেছে, ঠিক যেমনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী করেছিল। আজ পর্যন্ত এই দুই দেশ বিশ্ব ইতিহাসের দুই বিপরীত দিকে ছিল। রাশিয়া বরাবরই মন্দের পথে যাত্রা করেছে, অন্যদিকে ইউক্রেন নিজেকে রক্ষা করছে। মস্কো যাই ভাবুক না কেন ইউক্রেন তার স্বাধীনতা ছাড়বে না।'