দুবাইয়ের শাসকের ৫০ কোটি পাউন্ডের বিবাহবিচ্ছেদ

By স্টার অনলাইন ডেস্ক
21 December 2021, 16:37 PM
UPDATED 22 December 2021, 00:09 AM

দুবাইয়ের শাসককে তার প্রাক্তন স্ত্রী প্রিন্সেস হায়া এবং তাদের ২ সন্তানকে বিবাহবিচ্ছেদের নিষ্পত্তি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। যার পরিমাণ ৫০ কোটি পাউন্ডের বেশি হতে পারে। এটি যুক্তরাজ্যের আদালতের দেওয়া সর্বোচ্চ নিষ্পত্তির নির্দেশ।

প্রিন্সেস হায়া ও ২ সন্তানকে হুমকি থেকে রক্ষা করতেই আদালত এই নির্দেশ দিয়েছেন দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

আজ মঙ্গলবার গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, লিখিত রায়ে বিচারক মুর বলেন- হায়া এবং তার শিশুদের 'প্রধান হুমকি' এসেছে শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম থেকে। তিনি যুক্তরাজ্যের ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্র এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী।

প্রিন্সেস হায়া তার দুই সন্তানকে নিয়ে ২০১৯ সালের এপ্রিলে যুক্তরাজ্যে পালিয়ে যান। তারপর থেকে, হেফাজত, অ্যাক্সেস এবং আর্থিক সহায়তার বিষয়ে একাধিক শুনানি হয়েছে। এসব শুনানিতে এখন পর্যন্ত আইনি ফি বাবদ ৭ কোটি পাউন্ডের বেশি ব্যয় হয়েছে।

উচ্চ আদালতের বিচারকরা পর্যবেক্ষণে বলেছেন, শেখ মোহাম্মদ তার অন্য ২ সন্তান প্রিন্সেস লতিফা এবং প্রিন্সেস শামসাকে কেমব্রিজের রাস্তা থেকে অপহরণের পরিকল্পনা করেন। পরবর্তীতে হায়াকে 'ভীতি প্রদর্শনে' প্রচারণার শিকার করেন।

এনএসও গ্রুপের পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে তিনি হায়া এবং তার ৫ সহযোগীর ফোন হ্যাক করেন। এই তালিকায় তার দুই আইনজীবীও ছিলেন।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের এজেন্টরা হায়ার বার্কশায়ারের বাড়ির পাশে একটি ৩ কোটি পাউন্ড মূল্যের এস্টেট কেনার চেষ্টা করেছিলেন। যেটি হায়ার 'নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হুমকি'।

মুর পূর্ববর্তী রায়ের কথা উল্লেখ করে প্রিন্সেস হায়াকে ২৫ কোটি পাউন্ডের বেশি অগ্রিম অর্থ প্রদান এবং বার্ষিক অর্থ প্রদানের জন্য ২৯ কোটি পাউন্ডের একটি ব্যাংক গ্যারান্টি প্রদান করতে এই শেখকে আদেশ দেন।

বিচারক বলেন, আমি পুরোপুরি সন্তুষ্ট যে, এর অর্থ হলো প্রিন্সেস হায়া এবং তার শিশুদের যে কোনো পরিস্থিতিতে নিরাপত্তার প্রয়োজন হবে। তাদের মর্যাদা এবং অপহরণের হুমকির কারণে তাদের পরিস্থিতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। তাই এই দেশে তাদের নিরাপত্তা অব্যাহত রাখা এবং তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থার প্রয়োজন।

উচ্চ আদালতের বিচারক প্রিন্সেস হায়ার জীবদ্দশায় নিরাপত্তা ব্যয় বার্ষিক না দিয়ে অগ্রিম পরিশোধের আদেশ দেন।

প্রিন্সেস হায়াকে দুবাইয়ে তার পরিবারের ব্যয়ের জন্য বছরে ৮ কোটি ৩০ লাখ পাউন্ড এবং বার্ষিক ৯ কোটি পাউন্ড ভাতা এবং অস্থায়ী উপহার দেওয়া হতো। তবে, বিবাহবিচ্ছেদের পর হারিয়ে যাওয়া গয়না এবং পোশাকসহ অন্যান্য ব্যবহৃত জিনিসের ক্ষতিপূরণ ছাড়া নিজের জন্য কোনো অর্থ চাননি।

এই নিষ্পত্তির মধ্যে আছে- প্রিন্সেস হায়ার নিরাপত্তা ব্যয়, তার প্রত্যাশিত জীবন এবং তার সন্তানদের তৃতীয় পর্যায়ের শিক্ষা শেষের জন্য আগামী ৩ মাসের মধ্যে ২১ কোটি পাউন্ড দিতে হবে। এছাড়া, শিক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য নগদ তার প্রাক্তন স্ত্রীকে ৪ কোটি ১৫ লাখ ও প্রত্যেক শিশুর জন্য বছরে ৫৬ লাখ পাউন্ড অর্থ প্রদান করতে হবে। যদি ব্যাংক গ্যারান্টি সম্পূর্ণভাবে ব্যবহার করা হয় তাহলে নিষ্পত্তি ৫৫ কোটি ৪০ লাখ পাউন্ডে পৌঁছাবে। তবে, বার্ষিক পেমেন্ট কতদিন স্থায়ী হয় তার ওপর নির্ভর করে এটি পরিবর্তিত হতে পারে।

শেখ মোহাম্মদের একজন মুখপাত্র বলেছেন, সন্তানদের নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা তিনি সবসময় নিশ্চিত করেছেন। আদালত এখন আর্থিক বিষয়ে তার রায় দিয়েছেন। তিনি আর কোনো মন্তব্য করতে চান না।