তেলের দাম নিয়ন্ত্রণে ইরানকে বিশ্ববাজারে আনার পরিকল্পনা
আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এবং পরমাণু চুক্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সহায়তাকারী সাইমন কভেনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে সম্প্রতি তেলের দামের যে ঊর্ধ্বগতি দেখা গেছে, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নবায়নের মাধ্যমে তা মোকাবিলা করা যেতে পারে।
এ চুক্তিতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করা হলে ইরান আবারও তেল সরবরাহে ফিরে যেতে পারবে, যা রাশিয়ার তেলের উপর নির্ভরতা কমিয়ে দেবে।
আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২-১ দিনের মধ্যেই এ চুক্তি করা হতে পারে বলে আশা প্রকাশ করে সাইমন কভেনি বলেছেন, এ চুক্তি ইরানকে তেলের বাজারে পুনরায় প্রবেশের সুযোগ দেবে।
'মনে হচ্ছে, আমরা সেখানে পৌঁছে গেছি প্রায়', কভেনি বিবিসিকে বলেন।
২০১৫ সালে ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানির সঙ্গে পরমাণু চুক্তি করে। পরে এই চুক্তি লঙ্ঘন করার অভিযোগে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
নতুন চুক্তিতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা ছেড়ে দিতে বলা হবে। বিনিময়ে ওই নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে, যার মধ্যে তেল সরবরাহের বিষয়টিও আছে।