তুরস্কে বাংলাদেশি আরোহীসহ বাস দুর্ঘটনা, নিহত ১২

By স্টার অনলাইন ডেস্ক
11 July 2021, 12:36 PM

তুরস্কের পূর্বাঞ্চলে বাংলাদেশি আরোহীসহ বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬ জন।

আজ রোববাব ভোরে ইরান সীমান্তের কাছে ভেন প্রদেশের মুরাদিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। বাসটিতে বাংলাদেশি ছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের যাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানানো হয়, বাসটি খাদে পড়ে যায় ও এতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে বাসের মালিককে আটক করা হয়েছে।

ইউরোপে প্রবেশের জন্য তুরস্ক অভিবাসনপ্রত্যাশীদের কাছে গুরুত্বপূর্ণ রুট। বেশিরভাগই ইরান, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ইরানের সীমান্ত পার হয়ে এ পথে ইউরোপে প্রবেশ করে বলে উল্লেখ করে রয়টার্স।

এদিকে তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যম জানায় নিহতদের ১১ জনই অবৈধ অভিবাসী। অপরজন তাদের সহায়তাকারী। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

গত বছরের জুলাইয়ে ৬০ জন অভিবাসনপ্রত্যাশীসহ একটি নৌকা লেক ভেনে ডুবে যায়।