তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৭

By স্টার অনলাইন ডেস্ক
19 March 2022, 18:14 PM
UPDATED 20 March 2022, 02:53 AM

ভূমধ্যসাগর তিউনিশিয়া উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। তাদের মধ্যে বেশিরভাগই সিরিয়ার নাগরিক। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিলেন।

শনিবার একজন নাগরিক সুরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানান, শুক্রবার তিউনিসিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে নৌকাটি ডুবে যায়।

তিনি বলেন, শুক্রবার ১২ জনের মরদেহ খুঁজে পাওয়ার পর শনিবার কোস্টগার্ড আরও ৫ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া তল্লাশি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

রয়টার্স জানিয়েছে, কয়েক মাসের মধ্যে তিউনিসিয়া উপকূলে বেশ কিছু নৌকাডুবির ঘটনা ঘটেছে। যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছে। তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির হয়ে ইউরোপে পাড়ি দেওয়ার ঘটনা বৃদ্ধির সঙ্গে নৌকাডুবির পরিমাণও বাড়ছে।