ডি-৮ বৈঠক ২৭ জুলাই, অগ্রাধিকার পাবে খাদ্য ও জ্বালানি সহযোগিতা
ডেভেলপিং-৮ এর ২০তম মন্ত্রী পর্যায়ের বৈঠক আগামী ২৭ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে। বৈঠকে খাদ্য ও জ্বালানি সহযোগিতা বিষয়ক আলোচনা অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের অধিবেশন উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক- ৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিত্বকারী প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবে।
এখন পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানি মন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এবং পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যান্য দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিত্ব করছেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বলেন, অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা, জ্বালানি, বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহন, পর্যটন খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।
ডি-৮ এর সদস্যপদ চেয়ে আজারবাইজানের করা আবেদনের বিষয়টিও মন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা করা হবে।
ডি-৮ কমিশনের ৪৫তম অধিবেশন ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হবে।