জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে সিয়েরা লিওনে নিহত ৯১

By স্টার অনলাইন ডেস্ক
6 November 2021, 09:44 AM

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে গতকাল শুক্রবার সংঘর্ষের পর একটি জ্বালানী ট্যাঙ্কার বিস্ফোরণে ৯১ জন নিহত হয়েছেন।

আজ শনিবার কেন্দ্রীয় মর্গ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সরকার এখনও মৃতের সংখ্যা নিশ্চিত করেনি। তবে ফ্রিটাউনের কেন্দ্রীয় রাজ্যের মর্গের ব্যবস্থাপক বলেছেন যে, বিস্ফোরণের পরে তারা ৯১ টি মরদেহ পেয়েছেন।

বন্দর নগরীর মেয়র ইভন আকি-সাওয়ার ফেসবুকে একটি পোস্টে বলেছেন, 'ফেটে যাওয়া গাড়ি থেকে জ্বালানি সংগ্রহ করতে ভিড় করেছিলেন এমন লোকও ভুক্তভোগীদের মধ্যে আছেন।'

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ব্রিমা বুরেহ সেসে অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে বলেছেন, 'আমরা অনেক হতাহত ও পোড়া মরদেহ পেয়েছি। এটি একটি ভয়ানক, ভয়ানক দুর্ঘটনা।'