জার্মানি: মের্কেলের পরাজয়

By স্টার অনলাইন ডেস্ক
27 September 2021, 04:13 AM
UPDATED 27 September 2021, 11:15 AM

জার্মানির ফেডারেল নির্বাচনের প্রাথমিক ফলাফলে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) জয় পেয়েছে। হেরে গেছে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)।

আজ সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসপিডি ভোট পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ। ক্ষমতাসীন মের্কেলের দল পেয়েছে ২৪ দশমিক ১ শতাংশ ভোট। এ ছাড়াও, গ্রিন পার্টি ১৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে।

নিয়ম অনুযায়ী কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য একটি জোট গঠন করতে হবে।

এসডিপি নেতা ওলাফ শোলজ এর আগে বলেছিলেন, নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকায় তার দল নিশ্চিতভাবেই দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে।

অ্যাঙ্গেলা মের্কেল ১৬ বছর ধরে জার্মান রাজনীতিতে নেতৃত্বে আছেন।