চীন হামলা করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে: বাইডেন

By স্টার অনলাইন ডেস্ক
22 October 2021, 05:08 AM

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীন হামলা করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে।

আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে কিনা এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, 'হ্যাঁ, আমাদের তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি আছে।'

তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যমকে জানান, বাইডেনের মন্তব্য যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের ইঙ্গিত দেয় না।

তাইওয়ানকে রক্ষার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে 'কৌশলগত অস্পষ্টতা' নীতি চর্চা করছে।

তাইওয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে তাইওয়ান রিলেশন অ্যাক্ট অনুসারে যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র বিক্রি করে। এই অ্যাক্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে আত্মরক্ষার জন্য তাইওয়ানকে সহায়তা করতে হবে।

চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে মনে করে। তবে তাইওয়ান দাবি করে, তারা একটি সার্বভৌম রাষ্ট্র।

কিছুদিন আগে বেইজিং তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে বেশ কয়েকটি যুদ্ধবিমান উড়ালে তাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।