চীনের তথ্য গোপন করায় হার্ভার্ডের অধ্যাপক দোষী সাব্যস্ত

By স্টার অনলাইন ডেস্ক
22 December 2021, 11:13 AM
UPDATED 22 December 2021, 17:44 PM

চীন পরিচালিত একটি কার্যক্রমের সঙ্গে সম্পর্ক গোপন করার দায়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস লিবারকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

কর্তৃপক্ষের কাছে মিথ্যা বিবৃতি দেওয়া, ভুল ট্যাক্স রিটার্ন দাখিল করা এবং চীনা ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্ট করতে ব্যর্থ হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে ৬২ বছর বয়সী এ অধ্যাপকের শাস্তির তারিখ এখনো ঠিক হয়নি।

আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, চীনের অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রচারণার অংশ হিসেবে ২০২০ সালে চার্লস লিবারকে অভিযুক্ত করা হয়।

বোস্টনের প্রসিকিউটররা বলেছেন, লিবার জেনেশুনে চীনের 'থাউজ্যান্ডস ট্যালেন্টস প্ল্যানে' জড়িত থাকার বিষয়টি লুকিয়েছেন। এই কর্মসূচির লক্ষ্য বিদেশি গবেষণা বিশেষজ্ঞদের আকৃষ্ট করা। অতীতে যুক্তরাষ্ট্র এটিকে নিরাপত্তা উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছে।

হার্ভার্ডের রসায়ন ও রাসায়নিক জীববিজ্ঞান বিভাগের সাবেক প্রধান লিবার ২০১১ সালে চীনের উহান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বিজ্ঞানী হিসেবে যোগ দেন। এজন্য তাকে ১ লাখ ৫৮ হাজার ডলার পর্যন্ত জীবনযাত্রার ব্যয় ছাড়াও ৫০ হাজার ডলার বেতন দেওয়া হতো।

এ ছাড়া, তাকে বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা ল্যাব স্থাপনের জন্য ১ দশমিক ৫০ মিলিয়নেরও বেশি অর্থ দেওয়া হয়েছিল। এর বিনিময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবেন, পেটেন্টের জন্য আবেদন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের নামে নিবন্ধ প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছিল।

কর্মসূচিতে অংশগ্রহণ কোনো অপরাধ নয়। তবে প্রসিকিউটররা বলেছেন, লিবার নিজের অংশগ্রহণ, উহানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার সম্পর্ক এবং চীনে অর্জিত আয় জানাতে করতে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষের কাছে মিথ্যা বলেছেন।  

এ ছাড়া, তিনি এর আগে ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এবং ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থেকে ১৫ মিলিয়ন ডলার অনুদান পেয়েছিলেন। এ অনুদান যারা পান, তাদের বিদেশি সরকার বা সংস্থার আর্থিক সহায়তাসহ স্বার্থের দ্বন্দ্ব বিষয়ক তথ্য প্রকাশ করার নিয়ম রয়েছে।