গ্যাস সরবরাহ বন্ধের হুমকির বিষয়ে বেলারুশকে সতর্ক করলেন পুতিন

By স্টার অনলাইন ডেস্ক
13 November 2021, 16:07 PM
UPDATED 13 November 2021, 22:15 PM

বেলারুশ ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের যে হুমকি দিয়েছে, তা কার্যকর করা হলে মিত্র দেশ রাশিয়ার সঙ্গে বেলারুশের চুক্তি ভঙ্গ হবে বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, তিনি বেলারুশের সঙ্গে ২ বার কথা বলেছেন। কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকির কোনো ইঙ্গিত পাননি।

তিনি বলেন, 'অবশ্যই, তত্ত্বগতভাবে, একটি ট্রানজিট দেশের প্রেসিডেন্ট হিসেবে লুকাশেঙ্কো ইউরোপে আমাদের সরবরাহ বন্ধের নির্দেশ দিতে পারেন। তবে এটি হবে আমাদের গ্যাস ট্রানজিট চুক্তির লঙ্ঘন। আমি আশা করি এটি ঘটবে না। এতে ভাল কিছু নেই এবং আমি অবশ্যই তার সঙ্গে এ বিষয়ে কথা বলব। সম্ভবত তিনি মেজাজ হারিয়ে এটি বলেছেন।'

ইউরোপীয় ইউনিয়ন বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিলে গত বৃহস্পতিবার ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দেয় বেলারুশ।