ক্ষুধা নিবারণে ৬ বিলিয়ন ডলার: ইলন মাস্কের প্রস্তাবে জাতিসংঘের সাড়া
জাতিসংঘ যদি প্রমাণ করতে পারে যে ৬ বিলিয়ন ডলার দিয়ে বিশ্বের ক্ষুধা নিবারণ সম্ভব, তাহলে টেসলার শেয়ার বিক্রি করে সেই অর্থ দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। অবশেষে সেই প্রস্তাবে সাড়া দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ও দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর ডেভিড বেসলে গত সোমবার এ বিষয়ের ওপর ১ হাজার শব্দে লিখিত একটি লিংক টুইটারে পোস্ট করেছেন। এতে 'দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে' থাকা বিশ্বের ৪৩টি দেশের ৪০ মিলিয়ন মানুষকে খাওয়ানোর জন্য কীভাবে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার ব্যয় করা হবে, তার ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বেসলের পোস্ট করা নথিতে উল্লেখ করা হয়েছে, সরাসরি খাদ্য কেনা ও বিতরণের জন্য ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার, নগদ ও খাদ্য ভাউচারের জন্য ২ বিলিয়ন ডলার এবং নতুন খাদ্য কর্মসূচি পরিচালনা করতে আরও ৭০০ মিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাব করেছে ডব্লিউএফপি।
এ ছাড়াও, 'পরিচলন ব্যবস্থাপনা, প্রশাসন ও দায়িত্ব' এবং সাপ্লাই চেইন সমন্বয়ের জন্য আরও ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
বেসলে লিখেছেন, 'বিশ্ব আগুনে জ্বলছে। আমি কোভিড, সংঘাত, জলবায়ু সমস্যা, ক্রমবর্ধমান সাপ্লাই চেইন খরচের কারণে তৈরি সংকটের বিষয়ে সতর্ক করে দিয়েছিলাম। এখন সংকটটি সামনে চলে এসেছে।'
অপর এক টুইটে বেসলে লিখেছেন, 'এই ক্ষুধার সংকট জরুরি, নজিরবিহীন এবং নিবারণযোগ্য।'
মাস্ককে ট্যাগ করে তিনি লিখেন, 'আপনি একটি সুস্পষ্ট পরিকল্পনা দিয়েছেন এবং বিষয়টিকে এগিয়ে নিতে আমাদের ব্যাখ্যা চেয়েছেন। এই যে ব্যাখ্যা। আমরা আপনিসহ যে কারও সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত, যারা মানুষের জীবন বাঁচাতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।'
তবে, বুধবার বিকেল পর্যন্ত ইলন মাস্ক এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।