কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভ, অন্তত ১৬৪ জন নিহত
কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে সহিসংতায় কমপক্ষে ১৬৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
বিবিসি জানায়, শুরুর দিকে বিক্ষোভে ৪৪ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছিল।
আজ রোববার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ থেকে 'উল্লেখযোগ্য সংখ্যক' বিদেশি নাগরিকসহ প্রায় ৬ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পর কাজাখস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তিতে সহিংস রূপ নেয়।
গত ২ জানুয়ারি প্রথমে বিক্ষোভ শুরু হলেও তা তোকায়েভ সরকার ও সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলনে রূপ নেয়।
গত সপ্তাহে দেশটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাশিয়াসহ অন্যান্য দেশ কাজাখস্তানে সেনা পাঠিয়েছে।
আজ দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সেনারা অভিযান চালিয়ে যাচ্ছে এবং স্থাপনাগুলো পাহারা দিচ্ছে।
দেশটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জরুরি অবস্থা এবং কারফিউ বহাল রয়েছে।