কলম্বিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট অ্যাতোনিয়াল গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট
24 October 2021, 13:43 PM

কলম্বিয়ার 'মোস্ট ওয়ান্টেড' মাদক চোরাকারবারি ও সবচেয়ে বড় অপরাধী চক্রের নেতা দাইরো আন্তোনিও উসুগাকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

আলজাজিরা জানায়, অ্যাতোনিয়েল নামে পরিচিত এই মাদক সম্রাটকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে।

একে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী বিজয় হিসেবে প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ইভান ডিউক।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এই শতাব্দীতে আমাদের দেশে মাদক পাচারের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় জয়। একে ১৯৯০ এর দশকে পাবলো এসকোবারের পতনের সঙ্গে তুলনা করা যায়।'

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট ডিউক ঘোষণা দিয়েছিলেন যে, তার সরকার যুক্তরাষ্ট্রে অটোনিয়েলকে আটকের জন্য কাজ করছে। মাদক পাচারের অভিযোগে ২০০৯ সালে ম্যানহাটনের ফেডারেল আদালতে তাকে প্রথমবারের মতো অভিযুক্ত করা হয়েছিল।