ওমিক্রন: বড়দিনের ছুটিতে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল

By স্টার অনলাইন ডেস্ক
24 December 2021, 17:05 PM

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বড়দিনের আগের দিন বিশ্বের বিভিন্ন গন্তব্যের অন্তত ২ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলোর মধ্যে ৪৫৪টি ফ্লাইট যুক্তরাষ্ট্রে যাওয়ার, আসার কিংবা অভ্যন্তরীণ।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স জানায়, বড়দিন সামনে রেখে বিশ্বব্যাপী অন্তত ২ হাজার ২৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজ ১৭০টি ফ্লাইট বাতিল করেছে।

বৃহস্পতিবার রাতে ডেল্টা এয়ার লাইনস ১৩০টি ফ্লাইট বাতিল করেছে বলে ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে।

জেটব্লু ৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে এবং আলাস্কা এয়ারলাইন্স একটি বিবৃতিতে জানিয়েছে যে ওমিক্রনের কারণে ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিমানবন্দরের প্রায় ২২ লাখ যাত্রীকে স্ক্রিনিং করেছে।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, চায়না ইস্টার্ন ৪৭৪টি ফ্লাইট বাতিল করেছে, যা প্রতিষ্ঠানটির মোট ফ্লাইটের ২২ শতাংশ। এয়ার চায়না প্রায় ১৯০টি ফ্লাইট বাতিল করেছে।

এছাড়া, এয়ার ইন্ডিয়া, শেনজেন এয়ারলাইনস, লায়ন এয়ার এবং উইংস এয়ারও বেশ কিছু ফ্লাইট বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।