ইসরায়েলি সেনার গুলিতে আরও এক ফিলিস্তিনি শিশু নিহত

By স্টার অনলাইন ডেস্ক
29 July 2021, 04:47 AM

ইসরায়েলি সেনারা দখলকৃত পশ্চিম তীরে ১২ বছরের এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত মোহাম্মদ আল আলামি তার বাবার সঙ্গে গাড়িতে করে হেবরনের উত্তর পশ্চিমাঞ্চলের বেইত ওমার শহরে ভ্রমণ করছিল। ওই সময়ে ইসরায়েলি সেনার গুলিতে আলামির মৃত্যু হয়।

বেইত ওমার শহরের মেয়র নাসরি সাবারনেহ জানান, আলামি তার বাবা ও বোনের সঙ্গে গাড়িতে ছিল। পথে আলামি কিছু কেনার জন্য বাবাকে থামাতে বলে। তার বাবা ইউটার্ন নেওয়ার সময় ইসরায়েলি সেনারা গাড়ি থামাতে বলে। ওই সময় এক সেনা গাড়ি লক্ষ্য করে গুলি চালালে তা আলামির বুকে লাগে।

ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাটি তদন্ত করছে এবং এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি।

এর আগে গত শনিবার মুনির আল তামিমি নামের ১৭ বছরের আরেক শিশু ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হয় এবং পরবর্তীতে হাসপাতালে মারা যায়।