ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে আমরা প্রস্তুত: ইসরায়েলের সেনাপ্রধান

By স্টার অনলাইন ডেস্ক
13 November 2021, 10:44 AM

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের গণমাধ্যমের বরাতে দ্য নিউ আরব জানায়, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আয়োজিত এক অধিবেশনে এই মন্তব্য করেছেন ইসরায়েলের সেনাপ্রধান আভিভ কোচাভি।

তিনি জানান, ইসরায়েলি সেনাবাহিনী ইরান ও অন্যান্য সামরিক পারমাণবিক হুমকি মোকাবেলায় তাদের অপারেশনাল পরিকল্পনা এবং প্রস্তুতি জোরদার করছে।

তিনি ইরানকে সতর্ক করে বলেন, 'ইসরায়েল যে কোনও হুমকির প্রতিশোধ নিতে প্রস্তুত; সেটি গাজায় হোক কিংবা উত্তর সীমান্তে হোক।'

ইরানের পরমাণু কর্মসূচির ঘোর বিরোধী ইসরায়েল। ইসরায়েলের দাবি, তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে এমন দাবি বরাবরই অস্বীকার করেছে ইরান।

এদিকে, আগামী ২৯ নভেম্বর পারমাণবিক চুক্তি নিয়ে বিশ্ব পরাশক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসছে ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।