রুশ পারমাণবিক বাহিনীর মহড়া

By স্টার অনলাইন ডেস্ক
1 June 2022, 06:10 AM

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন ঠেকাতে কিয়েভে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রকেট পাঠানোর সংবাদ প্রকাশের পরপরই রাশিয়ার পারমাণবিক বাহিনীর মহড়ার খবর জানা গেল।

আজ বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর উত্তর-পূর্বে আইভানোভো প্রদেশে রাশিয়ার পারমাণবিক বাহিনী মহড়ায় অংশ নিচ্ছে।

মন্ত্রণালয়ের সূত্র দিয়ে আরও জানানো হয়, সামরিক বাহিনীর প্রায় ১ হাজার সদস্য ও ১০০টিরও বেশি যুদ্ধযান এ মহড়ায় অংশ নিচ্ছে।

মহড়ায় ওয়াইএআরএস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকযানও ব্যবহার করা হচ্ছে।

তবে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করতে যাওয়া নতুন অস্ত্রের বিষয়ে কিছু বলা হয়নি।