ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতারা কিয়েভে

By স্টার অনলাইন ডেস্ক
16 June 2022, 07:46 AM
UPDATED 16 June 2022, 13:53 PM

ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতারা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন। তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

এলিসি প্রাসাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে 'ইউরোপীয় একতা'র বার্তা নিয়ে এসেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার বিষয়ে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের আগ্রহ নিয়ে যে আলোচনা হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

ইউরোপীয় কমিশনে ইইউয়ের সদস্য-প্রার্থী হিসেবে ইউক্রেনকে নিয়ে সুপারিশ করার একদিন আগে জোটের ৩ গুরুত্বপূর্ণ নেতারা কিয়েভে এলেন।

গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার আগ্রাসন শুরুর ৪ দিন পর ইউক্রেন ইইউয়ের সদস্য-আবেদনের প্রক্রিয়া শুরু করে।

গত মাসে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ বলেছিলেন, এই প্রক্রিয়া শেষ করতে বেশ কয়েক বছর এমনকি, কয়েক দশকও লেগে যেতে পারে।

তবে আজ তিনি বলেন, 'ইউক্রেনের আগ্রহ নিয়ে ইউরোপের নিশ্চিত হওয়া প্রয়োজন। পাশাপাশি, আমরা ইউক্রেন ও এর বীর জনগণকে পরিষ্কার রাজনৈতিক ইঙ্গিত দেওয়ার প্রয়োজনীয়তাও অনুভব করছি।'