ইউক্রেন যাওয়া নিয়ে যা বললেন পোপ

By স্টার অনলাইন ডেস্ক
23 April 2022, 07:16 AM

চলতি মাসের শুরুতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যাওয়ার ঘোষণা দিলেও এবার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

আর্জেন্টিনার দৈনিক লা ন্যাসিয়নকে তিনি বলেন, 'আমি ইউক্রেনে যাওয়ার পরও যদি যুদ্ধ চলতে থাকে তাহলে সেখানে গিয়ে আর লাভ কী?'

আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যদিও এর আগে পোপ ফ্রান্সিস বলেছিলেন, 'রুশ-ইউক্রেন সংঘাত বন্ধে তিনি সব কিছু করতে ইচ্ছুক।'

পোপ ফ্রান্সিস বলেন, 'যেকোনো ধরনের যুদ্ধ এই বিশ্ব ও সভ্যতার জন্য নৈরাজ্যের।'

গত ফেব্রুয়ারির শেষের দিকে ভ্যাটিকান সিটিতে রুশ দূতাবাসে সফর সম্পর্কে তিনি বলেন, 'ইউক্রেন সম্পর্কে চিন্তাভাবনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি সেখানে একা গিয়েছিলাম। আমি চাইনি কেউ আমার সঙ্গে থাকুক। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।'

যুদ্ধের বিরুদ্ধে দেওয়া বিবৃতিতে কেন তিনি রাশিয়া বা দেশটির প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি এমন প্রশ্নের উত্তরে পোপ ফ্রান্সিস বলেন, 'একটি দেশের নাম না নিয়ে সে দেশের রাষ্ট্রপ্রধানের নাম উল্লেখ করা একজন পোপ হিসেবে আমার জন্য বেমানান। কারণ দেশের তুলনায় রাষ্ট্রপ্রধান কখনোই বড় হতে পারেন না।'