ইউক্রেনে রাশিয়ার হামলা, যুক্তরাষ্ট্রকে দায়ী করল চীন
গতকাল বৃহস্পতিবার প্রথম প্রহরে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর বিশ্ব নেতারা এর নিন্দা করেন। তবে চীন রাশিয়ার প্রতি সরাসরি নিন্দা না জানিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর দোষ চাপানোর চেষ্টা করেছে।
সিএনএন জানায়, চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনয়িং এর আগে সংলাপের মাধ্যমে শান্তি স্থাপনের পুনরাবৃত্তি করলেও, এখন তিনি হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলেছেন।
তিনি বলেছেন, এ হামলার আগের সপ্তাহগুলোতে মার্কিন সতর্কতা 'আগুনে ঘি ঢালার' কাজ করেছে।
তিনি বলেন, 'চীন দায়িত্বশীল মনোভাব নিয়েছে এবং সব পক্ষকে উত্তেজনা না বাড়াতে বা যুদ্ধে উসকানি না দেওয়ার আহ্বান জানিয়েছে।'
'যারা মার্কিন নেতৃত্বকে অনুসরণ করে এ আগুন জ্বালাতে উস্কানি দিচ্ছে এবং পরে অন্যদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে তারা সত্যিই দায়িত্বজ্ঞানহীন,' বলেন হুয়া চুনয়িং।
এর আগে চীনের সরকারি কর্মকর্তারা রাশিয়ার এ হামলার নিন্দার বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন।
মস্কোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ভারসাম্য বজায় রাখতে, বেইজিং এ ধরনের জটিল অবস্থানে নিয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার 'ক্রুজ বা ব্যালিস্টিক মিসাইল' আঘাত হেনেছে। রাশিয়া শহর ঘেরাও করার চেষ্টা করছে।
এ পরিস্থিতির পেছনে চীনা সহকারী পররাষ্ট্রমন্ত্রী 'রাশিয়ার দোরগোড়ায় পূর্বদিকে ন্যাটো সম্প্রসারণকে' দায়ী করেছেন।
'একটি বড় দেশকে দেয়ালে ঠেলে দেওয়ার পরিণতি কি কখনো ভেবে দেখেছেন?' শুক্রবারের ব্রিফিংয়ে প্রশ্ন করেন তিনি।
এদিকে বিবিসি জানায়, বেইজিংয়ে শুক্রবার দৈনিক সংবাদ ব্রিফিংয়ে চীনা মুখপাত্র ওয়াং ওয়েনবিন চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
তিনি জানান, তারা সব দেশের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং 'নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার উদ্বেগের বৈধতাও' বোঝে।
তিনি বলেন, 'চীন এখনও ইউক্রেনকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে এবং বিশ্বাস করে যে রাজনৈতিক সমাধানের দরজা এখনও বন্ধ হয়নি।'
তবে সংলাপ কেমন হতে পারে সে বিষয়ে পরামর্শ দেয়নি মুখপাত্র।
বেইজিং পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ককে প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেবে কি না, তাও তিনি বলেননি।