ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দিতে প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ড
পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার সীমান্ত ক্রসিং এ ইউক্রেনের নাগরিকদের আনাগোনা বাড়ছে। ছবি: রয়টার্স
ইউক্রেনের আহত শরণার্থীদের আশ্রয় দিতে প্রস্তুতি নিচ্ছে প্রতিবেশী দেশ পোল্যান্ড।
বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রয়টার্সকে পাঠানো এক ইমেইলে এ কথা জানায়।
ইমেইলে বলা হয়েছে, 'পোল্যান্ড সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয় নাগরিকসহ ইউক্রেন থেকে শরণার্থীদের গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে।'
'পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তির হাসপাতালে ভর্তিসহ সব ধরনের স্বাস্থ্যসেবা নিতে পারবেন, এটি নিশ্চিত করার জন্য আমরা সবকিছু করবো। আহতদের ভর্তির জন্য হাসপাতালে বিছানা প্রস্তুত করা হচ্ছে।'