অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের আদেশ লন্ডনের আদালতের

By স্টার অনলাইন ডেস্ক
20 April 2022, 13:32 PM
UPDATED 20 April 2022, 19:38 PM

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছেন যুক্তরাজ্যের লন্ডনের আদালত। ফলে তার যুক্তরাষ্ট্রের কব্জায় যাওয়ার আশঙ্কা আরও জোরদার হলো।

আজ বুধবার আদালত এ আদেশ দেন বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।

আদেশটি এখন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে যাবে। প্রত্যর্পণের আদেশে অনুমোদন দেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

তবে অ্যাসাঞ্জের হাতে এখনও এ বিষয়ে বিরোধিতা করার আইনি সুযোগ আছে। তার আইনজীবীদের হাতে এখনও ৪ সপ্তাহ সময় আছে। এ ছাড়া, প্রীতি প্যাটেল যদি প্রত্যর্পণের সিদ্ধান্তে অনুমোদন দেন, তবে অ্যাসাঞ্জ বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার চেষ্টা করতে পারেন। এ প্রক্রিয়ায় একজন বিচারক ওই সিদ্ধান্তের বৈধতা যাচাই করবেন।

গত মাসে যুক্তরাজ্যের সুপ্রিমকোর্ট অ্যাসাঞ্জকে প্রত্যর্পণের পক্ষে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তার আপিলের অনুমতি প্রত্যাখ্যান করার পর আজ শুনানি শেষে এই আদেশ এলো। অ্যাসাঞ্জ বেলমার্শ কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতের শুনানিতে যোগ দেন। ২০১৯ সাল থেকে এ কারাগারে বন্দি আছেন তিনি।

২০১০ সালে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেন অ্যাসাঞ্জ। এসব নথির মধ্যে আফগানিস্তান যুদ্ধ এবং ইরাক যুদ্ধ সম্পর্কিত নথি ছিল।

এরপর যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচর আইন লঙ্ঘন ও কম্পিউটারে হ্যাকিংসহ ১৮টি অভিযোগ আনে। এসব অভিযোগ প্রমাণিত হলে অ্যাসাঞ্জকে কয়েক দশক কারাগারে কাটাতে হতে পারে।