অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ৩ অধ্যাপক
চলতি বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ৩ অধ্যাপক ডেভিড কার্ড, জোশুয়া অ্যাংগ্রিস্ট ও গুইডো ইমবেনস।
আজ সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেভিড কার্ড বার্কলের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক, জোশুয়া অ্যাংগ্রিস্ট ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি'র (এমআইটি) অধ্যাপক এবং গুইডো ইমবেনস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, তারা ৩ জন অর্থনীতি বিজ্ঞানে অভিজ্ঞতামূলক কাজকে পুরোপুরি নতুন রূপ দিয়েছেন।
বার্কলের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক কানাডিয়ান বংশোদ্ভূত ডেভিড কার্ডকে ন্যূনতম মজুরি, অভিবাসন এবং শ্রম বাজারে শিক্ষার প্রভাব নিয়ে গবেষণার জন্য পুরস্কারের অর্ধেক এবং বাকি অর্ধেক ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি'র (এমআইটি) অধ্যাপক জোশুয়া অ্যাংগ্রিস্ট এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাচ বংশোদ্ভূত গুইডো ইমবেনস অধ্যাপককে তাদের কাঠামোগত গবেষণার জন্য দেওয়া হয়েছে। তাদের দু'জনের গবেষণা কাঠামো ঐতিহ্যগত বৈজ্ঞানিক পদ্ধতির ওপর নির্ভর করে না।
তাদের গবেষণায় দেখা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি কম নিয়োগের দিকে পরিচালিত করে না এবং অভিবাসীদের কারণে স্থানীয় বংশোদ্ভূত শ্রমিকের বেতন কমে না। এই ধরণের সামাজিক সমস্যা অধ্যয়নের উপায় তৈরির জন্য তারা নোবেল পেয়েছেন।
কার্ড নিউ জার্সি এবং পূর্ব পেনসিলভানিয়ায় রেস্তোরাঁ ব্যবহার করে ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রভাব পরিমাপে গবেষণায় করেন। তার গবেষণায় দেখা গেছে, নিউ জার্সিতে ন্যূনতম মজুরি ৪.২৫ ডলার থেকে বাড়িয়ে ৫.০৫ ডলার করা হয়। মজুরি তুলনার জন্য তিনি পূর্ব পেনসিলভানিয়ার সীমান্তবর্তী রেস্তোরাঁগুলো ব্যবহার করেন।
পূর্বের গবেষণার বিপরীতে তিনি এবং তার প্রয়াত গবেষণা অংশীদার অ্যালান ক্রুইগার দেখেছেন, ন্যূনতম মজুরি বৃদ্ধি কর্মচারীর সংখ্যার ওপর কোনো প্রভাব ফেলেনি। কার্ড পরে এ বিষয়ে বিস্তর গবেষণা করেন।
নোবেল কমিটি বলেছে, সামগ্রিকভাবে তাদের গবেষণা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে- ন্যূনতম মজুরি বৃদ্ধির নেতিবাচক প্রভাব ৩০ বছর আগে বিশ্বাসের চেয়ে উল্লেখযোগ্যভাবে কমেছে।
কার্ডের গবেষণার আরও জানা গেছে, যারা একটি দেশে জন্মগতভাবে নাগরিক তাদের আয় নতুন অভিবাসীদের দ্বারা প্রভাবিত হতে পারে। কিন্তু, পুরনো অভিবাসীরা সেক্ষেত্রে নেতিবাচকভাবে প্রভাবিত হওয়ার ঝুঁকিতে আছেন।