অন্তঃসত্ত্বা নারীর অসুস্থতার ঝুঁকি বাড়ায় ডেল্টা ভ্যারিয়েন্ট
মহামারির শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত টিকা না নেওয়া অন্তঃসত্ত্বা নারীদের ঝুঁকি বেশি।
আমেরিকান জার্নাল অব অবসটেট্রিকস অ্যান্ড গাইনেকোলোজিতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডাক্তাররা ডালাসে চিকিৎসা নেওয়া করোনায় আক্রান্ত ১ হাজার ৫১৫ জন অন্তঃসত্ত্বা নারীর ওপর ২০২০ সালের মে থেকে ৪ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছে।
গবেষণায় দেখা গেছে, ৮২ জনের মধ্যে টিকা না নেওয়া ৮১ জন বেশি অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের ভ্যান্টিলেটর প্রয়োজন হয়েছে এবং ২ জন মারা গেছেন।
গবেষকরা এক বিবৃতিতে জানিয়েছেন, অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে গুরুতর অসুস্থ হওয়ার হার ২০২১ সালের আগে ছিল প্রায় ৫ শতাংশ। এ বছরের ফেব্রুয়ারি ও মার্চে এই হার ছিল প্রায় শুন্য।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মের শেষের দিকে ডেল্টা ভ্যারিয়েন্ট যখন চূড়ান্ত পর্যায়ে ছিল তখন অন্তঃসত্ত্বা নারীদের হাসপাতালে ভর্তির হার ১০ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ পর্যন্ত হয়।
ইউনিভার্সিটি অব টেক্সাস সাউথওয়েস্টার্ন মেডিকেল সেন্টারের শিক্ষক গবেষক দলের প্রধান ড. এমিলি অধিকারী বিবৃতিতে বলেছেন, অন্তঃসত্ত্বা নারীরা যে কোনো গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণের জটিলতায় বেশি ঝুঁকির সম্মুখীন হন। তাই ডেল্টা ভ্যারিয়েন্টের এই ঝুঁকি আবারও প্রমাণ করে যে, তাদেরকে টিকা দেওয়া প্রয়োজন।
গত বুধবার, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র অন্তঃসত্ত্বা, সম্প্রতি অন্তঃসত্ত্বা, যারা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন অথবা যারা ভবিষ্যতে অন্তঃসত্ত্বা হতে পারেন তাদের মধ্যে কোভিড -১৯ এর টিকার প্রয়োগ বাড়াতে 'জরুরি উদ্যোগ' নেওয়ার আহ্বান জানিয়েছে।