দেশে স্বাক্ষরতার হার ৭৪.৬৬ শতাংশ

By স্টার অনলাইন রিপোর্ট
27 July 2022, 07:14 AM
UPDATED 27 July 2022, 13:32 PM

জনশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে স্বাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬ শতাংশ।

আজ বুধবার জনসংখ্যা ও আবাসন শুমারি-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের শহুরে এলাকায় স্বাক্ষরতার হার ৮১ দশমিক ২৮ শতাংশ এবং গ্রামীণ এলাকায় এই হার ৭১ দশমিক ৫৬ শতাংশ। পুরুষদের মধ্যে স্বাক্ষরতার হার ৭৬ দশমিক ৫৬ শতাংশ এবং নারীদের মধ্যে এই হার ৭২ দশমিক ৮২ শতাংশ।

বিভাগ অনুযায়ী স্বাক্ষরতার হারে এগিয়ে আছে ঢাকা। এই বিভাগে স্বাক্ষরতার হার ৭৮ দশমিক ০৯ শতাংশ। আর সর্বনিম্ন হার ময়মনসিংহে ৬৭ দশমিক ০৯ শতাংশ।

২০১১ সালের জনশুমারির তথ্য অনুযায়ী, দেশে স্বাক্ষরতার হার ছিল ৫১ দশমিক ৭৭ শতাংশ।