নারায়ণগঞ্জে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবি

By নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
20 March 2022, 09:49 AM
UPDATED 20 March 2022, 16:38 PM

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে।


আজ রোববার দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে এই দুর্ঘটনা ঘটে।


বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক বাবু লাল বৈদ্য দ্য ডেইলি স্টারকে বলেন, '২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে দুপুর ২টায় নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট থেকে "আফসার উদ্দিন" নামে লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে যাওয়ার পর লঞ্চটি ডুবে যায়।'


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, 'আমরা দেখিনি কীভাবে লঞ্চ ডুবেছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারীদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।'


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা লঞ্চ ডুবে যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে উদ্ধারকারী দল যাচ্ছে।'