ঘুষের মামলায় ওয়াসার সাবেক ফিল্ড অফিসারের ৪ বছরের কারাদণ্ড

By স্টার অনলাইন রিপোর্ট
27 July 2022, 13:46 PM

গ্রাহকের কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ওয়াসার সাবেক ফিল্ড অফিসার খন্দকার জাহিদুর রহমানের ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অর্থ অনাদায়ে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে।

আজ বুধবার আসামি খন্দকার জাহিদুর রহমানের উপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদলত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার পর জাহিদুরের জামিন বাতিল করে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান বিচারক ।

একইসঙ্গে মামলার অভিযোগকারী আশেক সাদেক চৌধুরীকে ঘুষের ২ লাখ টাকা ফেরত দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, জাহিদুর ২০১৮ সালের ২৬ জুন নগরীর দক্ষিণখান এলাকার দোবাদিয়া সাইনবোর্ড এলাকায় গভীর নলকূপ স্থাপনের কথা বলে এক গ্রাহকের কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ নেন।

ওই দিন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘুষের টাকাসহ তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনার পর তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে দুদক। একই বছরের ৩০ অক্টোবর জাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।