এস কে সুর চৌধুরী ও শাহ আলমকে তলব করেছে দুদক

By স্টার অনলাইন রিপোর্ট
24 March 2022, 10:46 AM
UPDATED 24 March 2022, 16:49 PM

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি ঋণ কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তলব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের আবাসিক ঠিকানায় এ সংক্রান্ত নোটিশ দিয়েছেন বলে সূত্র নিশ্চিত করেছে।

আগামী ২৯ মার্চ দুদকের সেগুনবাগিচা সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হাজির হতে বলা হয়েছে।

এখন পর্যন্ত আইএলএফএসএল থেকে অর্থ আত্মসাতের জন্য ২২টি মামলা হয়েছে। অন্য একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফিন্যান্স থেকে অর্থ আত্মসাতের জন্য আরও ১৩টি মামলা দায়ের করা হয়েছে।

দুদক এ পর্যন্ত প্রায় এক হাজার কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে।

এসব মামলায় আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক ও এফএএস ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রাসেল শাহরিয়ারসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে তদন্ত কর্মকর্তারা।